SUNIL GANGOPADHYAY AWARDEES LIST
Sunil Gangopadhyay was legendary figure of bengali literature after Rabindranath Tagore with his diverse writings in every sphere of literature. He was our founding President and guided The Bengal with his rich progressive thought. After his sad demise The Bengal initiated an award in his memory in the year 2012, which is conferred to great literateurs of West Bengal for their outstanding contributions to Bengali art and literature. Nirendranath Chakraborty, Shankha Ghosh, Shorshendu Mukhopadhyay, JoyGoswami. Prafulla Roy, Buddhadeb Guha and Sanjib Chattopadhyay are recipients of the award so far. Please refer our gallery for further details.
বাংলা সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায় হলেন রবীন্দ্র পরবর্তী যুগের সর্বাধিক জনপ্রিয় নাম। আসলে সাহিত্যের প্রায় সব শাখায় তাঁর অবাধ ও সফল বিচরণ তাঁর এই জনপ্রিয়তার যথার্থ পরিচায়ক। ‘দ্য বেঙ্গল’-এর প্রতিষ্ঠায় তাঁর বিশেষ ভূমিকা ছিল। এবং দীর্ঘদিন এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আমাদের এগিয়ে যাবার পথে বিশেষ নানাভাবে সহযোগিতা করেছেন। তাঁর ইহলোক ত্যাগের পর ‘দ্য বেঙ্গল’ শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এই পুরস্কারের সূচনা করে। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার ২০১২ সাল থেকে খ্যাতনামা সাহিত্যিকদের হাতে অর্পণ করা হয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, প্রফুল্ল রায়, সমরেশ মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং বুদ্ধদেব গুহ প্রমুখ এখন পর্যন্ত এই সম্মাননায় ভূষিত হয়েছেন। আরো জানতে আমাদের গ্যালারি পাতা অবশ্যই চোখ রাখুন।